
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের সর্বস্তরের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম।
শনিবার (৮ই মে) এ প্রতিবেদককে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের সর্বস্তরের জনগণ ও আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, পবিত্র রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার। পবিএ ঈদুল ফিতর আমাদের ধনী- দরিদ্রের ভেদাভেদ ভূলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় ।
৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিন তিনবার নির্বাচিত হয়ে দীর্ঘ প্রায় বিশ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করা বর্তমান এই উপজেলা চেয়ারম্যান বলেন, দেশের এই দুর্যোগকালে সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
ইতোপূর্বে আমি ও আমার নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ, ২নং কোষারাণীগঞ্জ, ৩নং খনগাঁও, ৫নং সৈয়দপুর, ৬নং পীরগঞ্জ, ৭নং হাজীপুর, ৮নং দৌলতপুর, ৯নং সেনগাঁও, ১০নং জাবরহাট ও ১১নং বৈরচুনা ইউনিয়নে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। জেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতি বলেন, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলছি আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করবেন এবং করোনা প্রতিরোধে সচেতন থাকবেন।
জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না এবং সবসময় মাক্স ব্যবহার করবেন সেই সাথে যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলবেন। আবারও ঠাকুরগাঁও-৩ আসনের সর্বস্তরের জনগণকে অগ্রীম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ।