
ভালোবাসা
কবি: হামিদ কাফি
সবটুকু ভালোবাসা দিয়োনা উজাড় করে
কিছুটা রেখ লুকিয়ে, সংগোপনে
সবটুকু হাসি আজ হেসোনা এভাবে
কিছুটা হাসি রেখ একান্ত আপনে।
সবটুকু দুঃখ এক নিমেষে দিয়োনা ঢেলে
কিছুটা কষ্ট পাবেযে তুমি আমি বিহনে
সবটুকু ভালোবাসা হাসি কষ্টগুলো জেনো
একদিন কান্না হয়ে ঝড়বে জীবনে।