Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট করে তাড়িয়ে দেয়ার অভিযোগ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

 

৭ মে ২০২১ নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ করা হয়েছে। শুক্রবার ৭ মে দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের বাখেড়াবাদ গ্রামের জালাল উদ্দিনের কন্যা জাহানারা খাতুন গুরুতর এ অভিযোগ করেন।

 

অভিযোগে তিনি বলেন, সাত বছর পূর্বে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মমতাজ হোসেনের পুত্র হাফেজ ফিরোজ হোসেনের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। তার গর্ভে ও ফিরোজের ওরুষে জাহিদ হাসান (৫) নামে এক পুত্র সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে ফিরোজ তাকে যৌতুকের জন্য বিভিন্ন রকম চাপ দিয়ে আসছিল।

 

আমি যৌতুক দিতে আপত্তি জানালে সে আমাকে ব্যাপক মারধর করতো। সর্বশেষ গত শুক্রবার ৩০ এপ্রিল আমার নিকট থেকে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে ব্যাপক গালাগালি ও মারপিট করে সন্তানকে আটকে রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে আমি বাবার বাড়িতে অবস্থান করছি বলেও তিনি জানান।

 

এ সময় জাহানারা খাতুন আরো বলেন, তার স্বামী এনায়েতপুর বাজারের পেট্রোল পাম্পের সামনে তানিমুল নূরানী কওমি মহিলা মাদ্রাসা স্থাপন করেছেন। মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গা থেকে যা অনুদান আসে তা তিনি নিজে আত্মসাৎ করেন বলেও গুরুতর অভিযোগ করেন।

 

তিনি তার লম্পট স্বামী ও এতিম বাচ্চাদের টাকা আত্মসাৎ কারি ফিরোজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত লম্পট ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি দফায় দফায় স্থানীয় সাংবাদিকদের হয়রানি করেন ও তথ্য দিতে আপত্তি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *