Friday, 14 March 2025, 11:30:43 pm

Subscribe our Channel

এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে ২৯  মে পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে  করোনাভাইরাসের সংক্রমণ  রোধে  চলমান  বিধিনিষেধের কারণে স্থগিত এসএসসি  পরীক্ষার  ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে বলে জানা যায় । আগামী ২২  মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ  করতে  পারবে  শিক্ষার্থীরা।   শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে।
এসএসসি পরীক্ষার ফরম পূরণে জন্য বোর্ড  কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করা কোনা সুযোগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো  অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪  এপ্রিল কঠোর  বিধিনিষেধ জারি করে সরকার।
এর মধ্যেই চলছিল এসএসসি  পরীক্ষার ফরম পূর্রণ কার্যক্রম। তারপরও যারা বাকি রয়েছে, তাদের  পরবর্তীতে বিধিনিষেধ উঠে যাওয়ার পর  সুযোগ  দেয়া হবে।’ফলে আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *