Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
৫ মে ২০২১ নওগাঁর মহাদেবপুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের জনসাধারণকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার ৫ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক খাদ্য সহায়তা বিতরণী সভার আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন ।
 খাদ্য সহায়তা বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় প্রমূখ ।
উল্লেখ্য উপজেলার ১০ ইউনিয়নের ১৭৫ জন দুস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতি জনের জন্য খাদ্য সহাতায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও একটি সাবান। এছাড়াও একই সময়ে ৩৩৩ তে আবেদনের প্রেক্ষিতে কোভিন ১৯ প্যানামেডিক পরিস্থিতিতে খাদ্য সহায়তা চাওয়ায় ১৫ জনের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা বিতরণী কর্মসূচির আয়োজন করেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *