
প্রতিবেদক, রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর একটি অপারেশন দল, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে ইং ০৩ মে, ২০২১ তারিখ ১৪:১০ ঘটিকায় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন রাংতোর নামক স্থানে অভিযান পরিচালনা করে, গাজা ১.৯৬ কেজি,মোবাইল- ১ টি,সিম কার্ড – ২ টি, মাদক বিক্রয়লব্ধ অর্থ- ৭৫০ টাকা সহ,ফরিদুল ইসলাম (৩৬), লাল চান হোসেন (৩০), উভয় থানা -মহাদেবপুর , জেলা-নওগাঁদ্বয়কে আটক করে।
সিপিসি-২, নাটোর RAB ক্যাম্প এর অপারেশন দল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নওগাঁ জেলার মহাদেবপুর থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।