Subscribe our Channel

নওগাঁর মহাদেবপুরে থানা-পুলিশের প্রচেষ্টায় উধাও হয়ে যাওয়া চাল বোঝাই ট্রাক উদ্ধার

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

৪ মে ২০২১ নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় এসিআই কোম্পানীর উধাও হয়ে যাওয়া ট্রাক বোঝাই চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি আতপ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ। পুলিশ জানায়, মহাদেবপুরে সরস্বতীপুর বাজারে অবস্থিত এসিআই কোম্পানি থেকে ভাই ভাই ট্রান্সপোর্ট এর মাধ্যমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১৪ লক্ষ ৫০০০০ হাজার টাকা মূল্যের ১৩০০০ কেজি চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি আতব চাল পাঠানো হয় গত ১৮ এপ্রিল দুপুরে। কিন্তু ১৯ এপ্রিল গন্তব্য স্থানে চাল বোঝাই ট্রাক না পৌছালে এসিআই কর্তৃপক্ষ ২১ এপ্রিল মহাদেবপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

 

 

থানা পুলিশ এর সূত্র ধরে জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার অনুসন্ধান চালাতে থাকেন। অনেক দূর অগ্রসর হন। এরপর এ ঘটনায় মহাদেবপুর থানায় ১ মে ৫-৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়। যার নং ১। মামলার এজাহার সূত্রে মহাদেবপুর থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে সোমবার ৩ মে ২ জনকে আটক করেন।

 

 

আটককৃতরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর হাসড়া গ্রামের বাদুল্লার পুত্র হেলাল উদ্দীন মন্ডল ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার গৃহের পার গ্রামের তাজ উদ্দিনের পুত্র লেবু মিয়া। তাদের নিকট থেকে ৮৯৪০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যর সৃষ্টি করেছে।

 

 

পুলিশের কাছে কোনো ঘটনায় ছোট নয়। সার্বিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুযোগ্য পুলিশ সুপার এর সার্বিক নির্দেশনায় আত্মসাৎ হয়ে যাওয়া ট্রাক বোঝাই চাল উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতার করা হয়েছে।

 

অন্য আসামিদের গ্রেফতারের আপ্রাণ চেষ্টা চলছে। এছাড়া আত্মসাৎকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী হেলালের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর ও ধুনট এবং ঠাকুরগাঁও জেলায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

 

তদন্তের স্বার্থে যেকোনো সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *