Subscribe our Channel

রোয়াংছড়িতে ৭২০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি বান্দরবান জেলা প্রতিনিধি: 

 

প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বান্দরবানে রোয়াংছড়িতে ৭২০ দু:স্থ ও কর্মহীন পরিবারে মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেছেন রোয়াংছড়ি কলেজ মাঠ প্রাঙ্গণে ও রোয়াংছড়ি হাইস্কুলে মাঠে। প্রধানমন্ত্রী উপহার ত্রাণ সামগ্রী ১০ কেজি চাল, ১লিটার তেল ও ১ কেজি ডাল তুলে দিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

 

 

 

সোমবার (৩ মে ২০২১) ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান মো: শফিউল আলম, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, মন্ত্রী প্রতিনিধি নেইতং বুইতিং, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংহাইনু মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুচমং মারমা, সকল সংলিষ্ট ওয়ার্ড মেম্বারগণ।

 

 

 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ কর্মসূচীর আওতায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এসব ত্রাণ সামগ্রী প্রদানের উদ্যোগ নেয়। আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী প্রদান করেন।

 

 

 

আলেক্ষ্যং ইউনিয়ন রোয়াংছড়ি সদর ইউনিয়ন, নোয়াপতং ইউনিয়ন সহ প্রত্যেক ওয়ার্ড থেকে ৪০টি অসহায় দু:স্থ পরিবার ওয়ার্ড মেম্বার কতর্ৃক বাছাইকৃত সর্ব মোট ৭২০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *