Subscribe our Channel

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পীরগঞ্জ   ঠাকুরগাঁও প্রতিনিধি  :

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়পর ১২ শত ৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়ছ। বৃহস্পতিবার দুপুর বে-সরকারি উনয়ন সংস্হ্যা গুডনেইবার্সের সহগাগিতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

বিতরণ উপলক্ষ গুডনইবারস অফিস হল রুমে পীরগঞ্জ সিডিপি ম্যানজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য রাখেন, ৫ নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবপকানদ রায় নিমাই, গুডনেইবারস হেড অব নদার্ন এরিয়া পিটার তুহিন বরাগী,

 

বসভাঙ্গা বসন্তপুর উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম নারায়ন রায়, পীরগঞ্জ প্রসক্লাবের যুগ সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সংস্হার প্রোগ্রাম ম্যানজার বিপ্লব কুমার প্রমুখ।

 

আলাচনা শেষে অতিথিবৃন্দ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ৩ টি ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের ৫ টি করে কলম ও খাতা ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *