Subscribe our Channel

পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং ভাষা শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা হয়েছে।

 

গতকাল শুক্রবার সন্ধায় ইউএনও রেজাউল করিমের সভপতিত্বে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার¡ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, চঞ্চল।

 

 

অপরদিকে উদীচী শিল্পী গোষ্টির আয়োজনে আজাদ স্পোটিং ক্লাব শহীদ মিনার চত্তরে উদীচী সভাপতি ফরিদা বিজলির সভাপতিত্বে আলোচনা সভায় অংশনেন সহকারি অধ্যাপক আসাদুজাম্মান, পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুজিবুর রহমান,  সাংবাদিক কায়সার রেজা লাবন্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *