Subscribe our Channel

সাহায্যর হাত ২০২১ নামে একটি সংস্থা একটি মাদ্রাসায় শীত বস্র ও খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

অমিত হাসান হৃদয়, ঢাকা জেলা প্রতিনিধি :

 

আজকে ভিন্ন ধারার এক আয়োজন করেছে ফেইসবুক ভিত্তিক “সাহায্যর হাত ২০২১” নামের একটি সংস্থা। এই সংস্থাটি আজকে গাজীপুর একটি অত্যান্ত অসহায় ও গরীব এতিম বাচ্চাদের মাঝে তাদের সাধ্য অনুযায়ী কিছু শীতবস্র ও খাবার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে থাকেন।

 

 

তাদের শ্লোগান অনুযায়ী “যদি রাখেন কাছে থাকবো আমরা পাশে আসহায় দের দিন রাত পাশে থাকবে সাহায্যের হাত এসো হাতে হাত রাখি মানুষের পাশে থাকি” এই স্লোগান কে সামনে রেখে আজ ১০ ডিসেম্বর গাজীপুর একটি মাদ্রাসায় আয়োজন করে।

 

আর এই বিষয় এ সাপ্তাহিক চলনবিলের আলোর সাথে কথা বলেন গ্রুপটির ক্রিয়েটিভ মেহেদী হাসান, নূরুল আফসার, হৃদয়, আরাফাত ও অমিত হাসান তারা জানান সুন্দর ও সুষ্ঠু ভাবে শেষ করতে পারার জন্য প্রথম এ কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আমাদের এই আয়োজন টা সফল করার জন্য অর্থ শ্রম ও সময় করে গিয়ে সশরীরে অংশ গ্রহন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের প্রোগ্রাম টা সফল করার জন্য মাদ্রাসা কমিটির প্রধান ও মাদ্রাসার জমি প্রদান করা জনাব আব্দুস সোবহান চাচা কে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

 

 

 

আর সবাই দোয়া করবেন আমরা যাতে মৃত্যুর আগ মূহুর্ত পযন্ত এভাবে মানুষের পাশে দাড়াতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *