
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর সর্ব কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ প্রেসক্লাবে হলরুমে দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আসন্ন সাতোর ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি মো. আতাউর রহমান বাবুর আয়োজনে জাতীয় শেখ রাসেল দিবস-২০২১ইং উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এ সময় বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবেদ আলীর নেতৃত্বে সাংবাদিক মো. মোশাররফ হোসেন, রেজা মো. তৌফিক, সিদ্দিক হোসেন, রনজিৎ সরকার রাজ, তোফাজ্জল হোসেন, বিকাশ ঘোষ, কার্তিক ব্যানার্জী ও আব্দুল জলিল।