
মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে আমাদের ভবিষ্যৎ হাতের মুঠোয়-চলো একসঙ্গে এগিয়ে যাই এই প্রতিপাদ্যকে সামনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম।
এসময় সিডিসি প্রোগ্রাম ম্যানেজার মো. শফিউদ্দিন সাফিক, হেলথ অফিসার মো. আবদুল্লাহ আল কাফি এবং সিডিপির অন্যান্য কর্মীবৃন্দ সহ ১৬০ জন মা ও শিশুরা উপস্থিত ছিলেন।