
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস ডেক্স :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮৫ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাতৈড় ভাঙ্গা ব্রিজ এলাকায় গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে মেহেদী হাসান ওরফে বাবু (৩১) নামে একজনকে আটক করে পুলিশ।
এসময় তাঁর কাছ থেকে ৮৫ পিচ ইয়াবা বড়িসহ একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের শাহপাড়া এলাকায়। ওসি আরও জানান, আটক মেহেদীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
এছাড়াও তাঁর বিরুদ্ধে ঠাকুরগাঁও থানা সহ পীরগঞ্জ থানায় বেশ কয়েকটি চুরি ও মাদক মামলা আছে।
দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গ্রেপ্তার করে তাঁকে সোমবার দুপুরে ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি জাহাঙ্গীর।