
প্রতিবেদক: তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর
পঞ্চগড়ে দিনের বেলায় গরমে হাঁসফাঁস জনজীবন আবার রাতে শীতল,দিন না গড়াতেই তাপমাত্রার তীব্রতা পেরিয়ে যায়।গতকাল বুধবার পঞ্চগড়ে সর্বোউচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর এর মধ্যে দিয়ে পঞ্চগড়ে চলমান মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে রুপ নিলো। ফলে দিনে আগুন ঝরা আবহাওয়ায় হাসঁফাঁস করছে পঞ্চগড়ের মানুষ। স্বস্তিতে নেই পশু পখিরাও।তীব্র গরম থেকে মুক্তির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কাঠফাঁটা রোদ আর গরমে সবার যেন নাভিশ্বাস হয়ে উঠেছে।
এতে অস্থির হয়ে পড়ছে জনজীবন,গরম থেকে একটু ঠান্ডা অনুভব পেতে পুকুর বা নদীর পানিতে সাতার কাটতে দেখাযায় অনেকে , বিশেষ করে শহরের মানুষরা দুর্বিষহ জীবনযাপন করছেন।ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। বৃষ্টিবিহীন আবহাওয়ায় ঘরের চেয়ে বাহিরের অবস্থা আরও বেশি ভয়াবহ।
প্রতিদিনই বেলা বাড়ার সথে সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। একটু বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার পড়ে গেছে।তাপমাত্রার দাপটে করোনার মধ্যে বাড়তি চাপ হিসেবে মানুষ কে পঞ্চগড়ে আধুনিক সদর হাসপাতালে হিটস্ট্রোক ও ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষজনের ভর্তি হওয়া সংখ্যা ক্রমেই বাড়ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বলা হয়েছে জেলায় আংশিক আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। এছাড়া তাপমাত্রা দিনে সামান্য বাড়তে পরে।