
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,তথ্য কর্মকর্তা মোছাঃ হালিমা থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ, শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ডাঃ তোফাজ্জল হোসেন প্রমূখ ।
তথ্য অধিকার দিবসের আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।