Subscribe our Channel

বান্দরবানের লামা আন্তর্জাতিক শান্তির দিবস পালিত

 

 নিজস্ব  প্রতিনিধি:

 

 

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ২০২১ই খ্রী:) বান্দরবান জেলা লামা উপজেলা ০৭নং ফাইতং ইউনিয়ন পরিষদে মিলনায়তনে এনজিও সংস্থার (গ্রাউস) এর উদ‍্যেগের আন্তর্জাতিক শান্তি দিবস ২০২১ইং উপলক্ষে “একটি ন‍্যায়সঙ্গত ও টেকসই বিশ্বের জন‍্য উত্তম পুনরুদ্ধার” জন‍্য র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।

 

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন পরিষদে সম্মানিত সুযোগ‍্য চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন কোম্পানি। প্রধান অতিথি বক্তব্যে মধ‍্যে জানান, ফাইতং ইউনিয়ন একটি শান্তির সম্প্রীতির এলাকার। পাহাড়ি বাঙ্গালী সকল সম্প্রদায়ের বসবাস। আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

 

 

 

এই স্লোগানটি রেখে আমার নির্বাচনী এলাকায় জনসাধারণের শান্তির সম্প্রীতির বন্ধন জন‍্য আমার যথা সাধ‍্য মত অতীতে ও কাজ করে এসেছি বর্তমানে করে যাচ্ছি এবং ভবিষ্যৎতেও কাজ করে যাব। এই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ আমার পরিবারের লোকজন। তাদের নিরাপদ,শান্তি, সম্প্রীতির উন্নয়ন এবং সুখের দুখের কথা চিন্তা করা আমার দায়িত্ব ও কর্তব্য।

 

 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মহিলা এম ইউপি সদস‍্য মিসেস হ্লাএছেন মারমা এবং ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জনাব হেলাল উদ্দিন মিয়া। গ্রাউস এর প্রোগ্রাম ও প্রশিক্ষণ ব‍্যবস্থাপনাকারী কর্মকর্তা জেনেলিন বাপ্পি। গ্রাউসের কর্মকর্তাগণ মধ‍্যে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা কমিউনিটি মোবিলাইজার, বাপ্পি চক্রবর্তী ও মেমা মারমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *