Subscribe our Channel

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, কায়সার রেজা লাবণ্য :

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” এর উদ্যোগে তোররা হাফিজিয়া মাদ্রাসার অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ২০ টি কোরআন মাজিদ বিতরণ করা হয়।

 

আজ বৃহস্পতিবার দুপুরে হরিপুর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কোরআন বিতরণ করা হয়।উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান,পবিত্র  কোরআন  হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা।   মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম।

 

রমজান মাস আল কোরআন নাজিলের মাস।এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি,সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময়  সোনালি সকাল। কোরআন আল্লাহ্‌র বাণী।

 

সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম,  তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। আর রমজান মাসে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআনের  বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *