Subscribe our Channel

দিনাজপুরে নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের  নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

 

 

সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নামক একটি প্রকল্প দিনাজপুর জেলার সদর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরামপুর উপজেলায় ৩৫টি ইউনিয়ন পরিষদে ৫২৬ জন অপরাজিতাকে নিয়ে বাস্তবায়ন করছে ।

 

 

 

তারই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১০:৩০মিনিটে দিনাজপুর পল্লী শ্রী মিলনায়তনে ডেমক্রেসিওয়াচের অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমšয়কারী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবির দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী মানিক বসাক, বিএনপি সদর উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার আহŸায়ক অরুন্ধতী রায়।

 

 

 

 

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় বক্তারা রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীদের অংশগ্রহণে নারীর করণীয়, রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারী নেতৃবৃন্দের অংশগ্রহনের সুযোগ সৃষ্টি, নির্বাচনে নারীদের মনোয়নের ক্ষেত্রে তৃণমুল রাজনৈতিক নেতৃবৃন্দের ভুমিকা ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাধাঁগুলি ও অপসারণের উদ্দ্যোগ নিয়ে ব্যাপক আলোচনা করেন।

 

 

 

 

সংগঠনের উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহমানের সার্র্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সদর উপজেলাসহ বিভিন্ন স্থানের অর্ধশতাধিক নারী নেতৃবৃন্দ অংশগ্রহন করে নারীর ক্ষমতায়নে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান রেখে বক্তব্য রাখেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *