
জয়ন্ত চন্দ্র রায়, বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরেরবোচাগঞ্জে ২৩৬টি পরিবারেরমাঝেজরুরীখাদ্য ও সুরক্ষাসামগ্রীবিতরণকরাহয়েছে।মঙ্গলবার (২৪আগস্ট ) বিকালচারটায় গুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপিরআয়োজনে বোচাগঞ্জ উপজেলার ২ নংইশানিয়াইউনিয়নেরগুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপিরঅফিসকার্যালয়ে কোভিড – ১৯ এরকারণেসৃষ্টমহামারিতেবিধবা,বয়স্ক,প্রতিবন্ধীদেরমাঝে স্থানীয়তহবিলসংগ্রহেরমাধ্যমেএই ত্রাণবিতরণকরাহয়।
এসময়প্রত্যেকের হাতে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ২ টিসাবানবিতরণকরাহয়। গুড নেইবারস্বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপিরপ্রকল্পব্যবস্থাপকবিপুল রেমারসভাপতিত্বেত্রাণবিতরণঅনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনউপজেলানির্বাহীঅফিসারছন্দাপাল।বিশেষঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন ২ নং ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু।এসময়আরোউপস্থিত ছিলেন বোচাগঞ্জ সিডিপিরসিনিয়রঅফিসার (প্রোগ্রাম) জনি বৈরাগী,
সিনিয়রঅফিসার(এডমিন)লরেন্সঢালী, ইন্টার্ন (প্রোগ্রাম) আশিকুররহমানপ্রমুখ।ত্রাণবিতরণ শেষে গুড নেইবারস্ বাংলাদেশের ২৫ তমপ্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষেবৃক্ষ রোপনকরাহয়।