Subscribe our Channel

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে ব্লক বাটিক উপকরণ বিতরণ

 ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

 

আত্বকর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সচ্ছলতা আনায়নের লক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোত্তাদের মাঝে এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে ব্লক বাটিক উপকরণ বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া এর আয়োজনে ও সংস্থার প্রধান কার্যালয় চত্বরে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ: সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া এর ম্যানেজার লিওবার্ট চিসিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, নেলসন সরেন ও পারুল বেগম প্রমুখ। একমাস ব্যাপী প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের ২০ জন উপকরেভোগী উদ্যোক্তাদের মাঝে জনপ্রতি ২ হাজার ৯ শ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারী ও পাতলা সাইজের মোট ৪ প্রকারের ১৩ টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, করোনা পরিস্থিতির কারনে দরিদ্র পরিবারের সমস্যার শেষ নেই।

 

 

 

 

পরিস্থিতি বিবেচনায় এসব পরিবারের সদস্যদের একমাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে আজ ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী প্রদান করা হলো।

 

 

 

এতে করে এসকল উপকরণ সামগ্রী ব্যবহার করে ব্লকবাটিকের কাজ শুর করতে পারবে যা তাদের পারিবারিক আয় রোজগার ও আর্থিকভাবে লাভবানে সহায়ক হবে। ভবিষ্যতে এ জাতীয় সহায়তা থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *