Subscribe our Channel

চট্টগ্রামের বোয়ালখালীতে ৭৪ জন রোহিঙ্গা আটক ! 

নিজস্ব প্রতিনিধি:

 

চট্টগ্রামের  বোয়ালখালী  উপজেলায়  ৭৪ জন রোহিঙ্গাকে  আটক  করেছে  পুলিশ ।  আটকরা  সবাই  পুরুষ ।  তারা  সবাই  রোহিঙ্গা  ক্যাম্প  থেকে  পালিয়ে  এসে  সেখানে  বসবাস  করছিল ।  মঙ্গলবার  ( ২৪  আগস্ট )  ভোর  সাড়ে  ৫ টার   দিকে  উপজেলার  আহল্লা  করল ডেঙ্গা  ইউনিয়ন  এলাকা  থেকে  তাদের  আটক  করা  হয় ।

 

 

 

 

বিষয়টি   নিশ্চিত   করেছেন  বোয়ালখালী  থানার  ভারপ্রাপ্ত  কর্মকর্তা  ( ওসি )    আবদুল  করিম  ।  তিনি  বলেন ,  ‘আহল্লা  করলডেঙ্গা  ইউনিয়ন  এলাকায়    বেশকিছু   রোহিঙ্গা  বসবাস  করছে –  এমন  সংবাদে  মঙ্গলবার  ভোরে  সেখানে  অভিযান  পরিচালনা  করা   হয় ।  পরবর্তীতে  সেখান  থেকে  ৭৪  রোহিঙ্গাকে  আটক  করা  হয় ।

 

 

 

 

তাদের  বিরুদ্ধে  সংশ্লিষ্ট  ধারায়  মামলা  দায়ের  করা  হচ্ছে ।  ওই  মামলায়   গ্রেফতার  দেখিয়ে  তাদের  আদালতে  পাঠানো  হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *