
সুশান্ত মালাকার ভ্রাম্যমান প্রতিনিধি :
২৩ এপ্রিল অদ্য শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় দুপচাঁচিয়া থানার সাহসী সৎ নির্ভীক অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলী সাহেবের নেতৃত্বে অত্র থানা কম্পাউন্ডে এলার্ম প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত এলার্ম প্যারেডে থানার সকল অফিসার-ফোর্স সর্বপ্রকার সরঞ্জমাদি সহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলী জানান,থানায় যেকোন চরমমুহূর্ত মোকাবেলার প্রস্তুতি স্বরুপ এই এলার্ম প্যারেডের আয়োজন করা হয়।
তিনি আরও জানান যেকোন প্রতিবন্ধকতা মোকাবেলায় দুপচাঁচিয়া থানা পুলিশ সদা প্রস্তুত, এবং অত্র থানাধীন প্রত্যেক জনগনের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে আমাদের আরও তৎপর ও পরিশ্রমী হতে হবে, কেননা যেদিন এই চাকুরীতে যোগদান করেছি আমরা সকলে শপথ করেই এসেছি যে নিজের জন্য নয় আমরা সদা সর্বদা কাজ করবো এই দেশ ও এই দেশের জনগনের কল্যানের জন্য।