
রংপুর বিভাগীয় ব্যাুরো প্রধান- ফিরোজ মাহমুদ :
কালের বিবর্তনে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা হতে হারিয়ে গেছে উপজেলা চত্বরের প্রবেশ দ্বারের মনসুর রোডের লায়লা চত্বর, গতকাল মিঠাপুকুর উপজেলা চত্বর ঘুরে দেখাগেছে মিঠাপুকুর উপজেলা চত্বরে নেই সেই ঐতিহাসিক বিশাল পুকুর, চত্বরের নেই কোনো দোকান পাট,কালের বিবর্তনে আজ মনসুর রোড টি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে আছে,লায়লা চত্বরে নেই কোনো দোকান পাট,শুধু কালের সাক্ষী হিসেবে সেখানে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে বড় বড় কৃস্নচুড়া গাছ,মনসুর রোডের একপাশে পুকুর ভরাট করে স্হাপনা তৈরির জন্য বিশাল মাঠ আর একপাশে সুবিশাল মডেল মসজিদ।
মডেল মসজিদ দেখতে আসা রাসেল ও মেহেদীর সাথে কথা হলে তারা জানায়- মনসুর রোডের লায়লা চত্বর এখন আর নেই,এখানে আগের পরিবেশ আর বর্তমান পরিবেশের মাঝে বিশাল ব্যবধান,কালের সাক্ষী হিসেবে উপজেলা চত্বরের ঐতিহাসিক
এই মনসুর রোডের লায়লা চত্বর কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এখাকার সকল সাইনবোর্ডে লেখা উচিত,সচেতন মহল ঐতিহাসিক এই মনসুর রোডের লায়লা চত্বর কে স্হায়ী ভাবে নাম করণের জন্য স্হানীয় প্রসাশনের সহযোগিতা কামনা করেছে।