
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাইকেল রাখার সুবিধার জন্য সাইকেল স্যান্ড এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ভিত্তিপ্রস্তর স্থাপন কাজে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সিনিয়র সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন লাবু,
ৎ
অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র, অত্র কলেজের সভাপতি বলেনদ্রনাথ রায়, কলেজের অধ্যক্ষ, বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অত্র কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।