Subscribe our Channel

পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান এর ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ কাউসার কবির সৌরভ, নিজস্ব প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম এর ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বৃহস্পতিবার) বাদ মাগরিব পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার কবির সৌরভ এর উদ্যোগে উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুটানি টাউন বাজার জামে মসজিদ ও ৩নং ওয়ার্ডের ভাকুড়া (বাঘমারা) জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এসময় শোকাবহ ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকলের মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এবং পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম এর ৫৫তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

মিলাদ মাহফিল শেষে কাউসার কবির সৌরভ সকলের কাছে আলহাজ্ব আখতারুল ইসলাম এর জন্য দোয়া চেয়ে বলেনঃ জননেতা আলহাজ্ব আখতারুল ইসলাম আমাদের সকলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তাই আপনাদের দোয়া ও সহযোগিতায় তিনি তিন মেয়াদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ প্রায় বিশ বছর আপনাদের সেবা করেছেন। নিজের স্বার্থের কথা না ভেবে শুধুমাত্র আপনাদের জন্য কাজ করতে গিয়ে এই মানুষটি রাতকে দিন আর দিনকে রাত একাকার করে কাজ করে যাচ্ছেন।

 

 

ঠিকমতো খাওয়া নাই,সময়মতো ঘুম নাই তবুও কখনো এই মানুষটাকে কোনো কাজে বিরক্ত হতে দেখা যায় না এই এলাকায় এমন রাজনীতিবিদ খুবই কম আছে। জাতীয় পর্যায়ের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলার এই সাধারণ সম্পাদক আরও বলেনঃ আপনারা জানেন জননেতা আলহাজ্ব আখতারুল ইসলাম ভোরবেলা দরজা খুলে দেন এবং সকাল ৯টা পর্যন্ত তিনি অসংখ্য মানুষের দুঃখ,কষ্টের কথা শোনেন এবং যথাসাধ্য চেষ্ট করেন সকলের সমস্যা সমাধান করার জন্য।

 

 

 

তারপর উপজেলা পরিষদে গিয়ে অনেক রাত পর্যন্ত শতশত গরীব,অসহায় মানুষের দুঃখ,কষ্টের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সকাল আর রাতের মাঝখানে সারাদিন আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিপদে ছুটে বেড়ান এই মানুষটি। তাই আমি আপনাদেরই সন্তান হিসেবে জননেতা আলহাজ্ব আখতারুল ইসলাম মহোদয় এর পক্ষ থেকে দোয়া চাই আপনার/আমার/আমাদের সকলের বিপদ,আপদের সঙ্গী জননেতা আলহাজ্ব আখতারুল ইসলাম মহোদয় আগামীদিনে যেন এই ঠাকুরগাঁও-৩ আসনের এমপি নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে এই পীরগঞ্জ-রাণীশংকৈল বাসীর প্রতিনিধিত্ব করতে পারেন এজন্য আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি।

 

 

 

আপনারাও সবাই পরিবার পরিবার-পরিজন নিয়ে ভালো থাকবেন,সুখে থাকবেন এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন। অন্যদিকে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন বকুল এর উদ্যোগে আলহাজ্ব মোঃ আখতারুল ইসলাম এর জন্মদিন উপলক্ষে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজারে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *