ফাইল ছবি, মো. সেলিমুজ্জামান
ক্যাম্পাস প্রতিবেদক(ঢাকা কলেজ) : রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সেলিমুজ্জামানের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গণি সাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোক্তভোগীর থানায় পেশ করা অভিযোগপত্রে ফৌজদারি বিধান ১৫৪ ধারায় ধর্তব্য অপরাধ সংক্রান্ত প্রাথমিক তথ্য বিবেচনায় ১৮৬০ দণ্ডবিধিতে ৩৪১, ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।ঘটনার বিবরণী থেকে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ধানমন্ডি থানাধীন একটি রেস্টুরেন্টে বিসিএস (শিক্ষা ক্যাডার) কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ১৮২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মেস নাইট অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন মো. সেলিমুজ্জামান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টার দিকে নায়েম একাডেমিতে ফেরার পথে ঢাকা কলেজের শেখ কামাল হল সংলগ্ন গেটের কাছে তার স্কুটির গতিরোধ করা হয়।এসময় আসামিরা মোটরসাইকেল থেকে নেমেই তাদের বাইকে স্কুটি লাগিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করে অকথ্য ভাষায় নায়েম পরিচালক সেলিমুজ্জামানকে গালাগাল করতে থাকেন। তাদের শালীন ভাষায় কথা বলার জন্য অনুরোধ করা হলে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি তাকে মারধর করেন।
এসময় আসামিদের মধ্য থেকে একজন ‘শালা বেশি কথা বলে, শালাকে গুলি করে মেরে ফেল’ বলে পুনরায় কিল-ঘুষি মারাসহ ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পেছনে ডান পার্শ্বের নিচে রক্তাক্ত জখম করেন। একই সঙ্গে স্কুটির গার্ড, হেডলাইট ভাঙচুর করে আনুমানিক পাঁচ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।