Subscribe our Channel

আটোয়ারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:    “ সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উপজেল্ াপ্রশাসনের আয়োজনে রবিবার ( ২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বণার্ঢ়্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. সাফায়েত, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়- সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইন-শৃঙ্খলা রক্ষা,, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ,, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকান্ড।

এসব দায়িত্ব পালনের পিছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য্য। তিনি বলেন, আমি সেবামূখী ও জনমূখী সার্ভিস প্রত্যাশা করি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে সরকারি সেবা কিভাবে জনগণের দোড়গোড়ায় পৌছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডুকুমেন্টারী প্রজেক্টরে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চশমা বিতরণ করা হয় এবং উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগর উদ্যোগ ৩০ জন প্রান্তিক চাষীকে ১০ কেজি করে ভার্মি কম্পোস্ট ( কেঁচো সার) ও সাত প্রকার সবজী বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *