Subscribe our Channel

পঞ্চগড়ে জাতীয় বীমা দিবস উৎযাপন

পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে। পহেলা মার্চ বুধবার সকাল ১০ ঘটিকার সময় পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, জেলা প্রশাসন চত্বর থেকে ব্যানার হাতে সাদা গেঞ্জি ও মাথায় ক্যাপ পরে বিশাল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বীমা দিবসে সকল স্তরের বীমা কর্মী ও গ্রাহক দের শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিণ্য করে পঞ্চগড় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।এবং পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু-যোগ্য জেলা প্রশাসন জনাব মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক,পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও সভাপতি পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগ পঞ্চগড় মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সানিউল হক কাদের, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় মোছাঃ মনিরা পারভিন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা আল কামাল।

আরো উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর পঞ্চগড় শাখা কার্যালয়ের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ও পঞ্চগড় মডেল শাখা অফিসের ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটিতে আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সহ সরকারি বেসরকারি সকল কর্মকর্তা বৃন্দ সহ আরো অংশনেন জীবন বীমা কর্পোরেশন, মার্কিন টাইল,ইসলামী লাইফ, ডেন্টাল লাইফ, মেট লাইফ, সোনালী লাইফ,ফারইস্ট লাইফ সহ অন্যান্য বীমা কোম্পানির কর্মী ও গ্রাহক সকালে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজনে ও বাস্তবায়নে জেলা প্রশাসন পঞ্চগড়। এবং নিট কোম্পানি সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর সহযোগিতায় জাতীয় বীমা দিবস পালন করা হয়। এ সময় বিভিন্ন বীমা বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে হানডেট পারসেন অন্যান্য দেশের মত বীমার আওতায় বাংলাদেশের প্রতিটি মানুষকে আনতে হবে। এবারের স্লোগান ও প্রতিপাদ বিষয় ছিল,( আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ), এই স্লোগানের মধ্য দিয়ে প্রতিটি বিমা কর্মীকে মানুষের দোরগোড়ায় গিয়ে বোঝাতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ পরিপূর্ণভাবে গড়ে উঠবে এতে কোন সন্দেহ নেই। এছাড়াও বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় বীমা কোম্পানিতে কর্মরত ছিলেন। আর আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও ১০০% বীমার আওতায় আনার পরামর্শ দিয়ে আসছেন। বীমা বিষয়ে পঞ্চগড় প্রশাসন কার্যালয় থেকে শুরু করে প্রতিটি দপ্তর সহ ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চিঠির মাধ্যমে বীমার দাওয়াত দেওয়া হয়েছে। সবশেষে পঞ্চগড় অডিটোরিয়ামে বীমা গ্রাহকদের নিয়ে এক সমাবেশ ও আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এবার জাতীয় বীমা দিবসে গ্রাহক নারী পুরুষের আগ্রহ ও সমাবেশ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *