
স্টাফ রিপোর্টার: “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ মে) বেলা আড়াইটায় নারগুন ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, নারগুন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সত্যেন্দ্রনাথ রায়, ইউপি সদস্য আব্দুল জব্বার, নুর নবী, রিয়াজুল ইসলাম, লাকী আক্তার, আনোয়ারা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র-ছাত্রীরা। বাজেট সভায় নারগুন ইউনিয়ন পরিষদের ২০২৪-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হিসেবে রাজস্ব আয় সাড়ে ১১ লাখ ও ব্যয় ১০ লাখ ৫৫ হাজার টাকা ধরা হয়েছে। এর সাথে উন্নয়ন আয় ৮৭ লাখ ৯৫ হাজার ও উন্নয়ন ব্যয় ৮৭ লাখ টাকা ধরা হয়েছে। পরিশেষে সকলের সম্মতিক্রমে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।
এ সময় চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, বাল্যবিবাহ রোধ, মাদক মুক্ত সমাজ, সরকারি অনুদানের যথাযথ বন্টন, নানা অপরাধ দমন সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যকলাপ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর এবং জনস্বার্থে প্রস্তাবিত এ বাজেট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।