
তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় মির্জাপুর ইউনিয়নে অবস্থিত প্রতি বছরের ন্যায় এবারও বারো আউলিয়ার মেলা, অনুষ্ঠিত হয়েছে, এই স্থানটির বিভিন্ন জায়গায় অবস্থিত রয়েছে অলি আউলিয়াদের কবর। আর এই কবর জিয়ারত করতে প্রতিবছর এই দিনে এখানে ছুটে আসেন মাজার ভক্ত বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ। এখানকার রীতি অনুযায়ী তিন দিন ব্যাপী মেলা চলমান থাকে এই মাজারে যে যা মানস্ত করেন তারই মনের বাসনা পূরণ হয়ে থাকে। তাই বারো আউলিয়ার মেলায় মানস্ত পূরণ করতে বিভিন্ন জেলা,উপজেলা, ইউনিয়ন থেকে হাজার হাজার নারী-পুরুষ এখানে এসে থাকেন। মেলায় রয়েছে খাবার হোটেল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান। তবে এই মেলা কে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ কবরে শুয়ে থাকা অলি আউলিয়াদের সম্মান ক্ষণ্য করে থাকেন। যেমন জোয়া, গাঁজা সেবন করে এই পবিত্র স্থানটির সম্মান ক্ষুন্ন করে থাকে।
এসব অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।সরেজমিনে গিয়ে দেখা গেছে আজ সকালে, পঞ্চগড়ের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা পিপিএম, ও আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ আরো অনেকে পবিত্র স্থান বারো আউলিয়ার প্রতিটি মাজার পরিদর্শন করেন।তবে প্রশাসনের পক্ষ থেকে এবার মেলাটিতে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।