
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা জনাব মোঃ আমিরুল ইসলাম এবার নৌকা মার্কা প্রত্যাশী। জনাব আমিরুল ইসলাম বলেন আমি ছাত্র জীবন থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে পঞ্চগড় জেলায় কাজ করে যাচ্ছি। তাই আমি আমার সহপাটিসহ সকল স্তরের নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে কথা বললে তারা এবার আমাকে উৎসাহিত করে পঞ্চগড় ১ আসনের নৌকা মার্কার মাঝি হওয়ার জন্য, তারা বলেন তাই আমি তাদের কথা রাখতে নৌকা মার্কা প্রত্যাশী এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানাচ্ছি। কেননা আমি আমার ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সুখ-দুঃখে হাল ছাড়িনি আমি ইউনিয়ন পরিষদ থেকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ পর্যন্ত বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছি আমার প্রতি এই জেলার মানুষের যথেষ্ট আস্থা আছে তাই তারা আমাকেই এবার জাতীয় সংসদে নির্বাচিত করতে চায়।
আমি গরীব দুঃখী মেহনতি মানুষের নেতা হিসাবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধরে এগিয়ে যেতে চাই, চাই পঞ্চগড়ের মানুষকে ভালো রাখতে। পঞ্চগড় ১ আসনের জনগণ আমাকে আগামীতে এমপি হিসাবে দেখতে চায়। পঞ্চগড় ১ আসনের নৌকা মার্কা প্রত্যাশী হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমি আশা করি নৌকা মার্কা প্রতীক পেলে পঞ্চগড় ১ আসনে বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাআল্লাহ।