
পঞ্চগড় সংবাদদাতা : আষাঢ়ের প্রথম দিন আজ, গ্রীষ্ম কে বিদায় জানিয়ে প্রকৃতিতে হাজির বর্ষাকাল বর্ষার আগমনী বার্তা নিয়ে আগেভাগেই ফুটেছে কদম ফুল। আজকে পঞ্চগড়ের কদমতলা বাজার থেকে তোলা ছবি ছড়িয়ে দেয়া হলো সবার মাঝে। আষাঢ় মাসে বর্ষাকালে ফুটে কদম ফুল তাই না দেখে তরুণীরা সব কোষে বাধে চুল, কোমরে আঁচল পেঁচিয়ে বৃষ্টিতে ভিজে যায় কদমতলা তরুণদেরকে ডেকে বলে ফুল লাগবে মেলা। ও ভাই তুমি দাও না পেরে আমায় কদম ফুল গুজবো খোপায় মনের সাজে ঘুরবো পাড়ায় পাড়ায়। প্রকৃতি যখন বদলে গিয়ে তাদের রূপ পাল্টায় তেমনি করে তরুণীরা সব আনন্দে উছালায়। প্রকৃতি কে সবার জানানো উচিত বাংলার আকাশে বাতাসে এত সুন্দর ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের এই সোনার দেশে আসে না যেন আর কোন মহামারী ভাইরাস মহামারী এলে তখন কিন্তু থাকেনা কোন প্রকৃতির মূল্য। ভয়ে সবাই চেপে থাকে প্রকৃতি করে হাহাকার। আষার এসেছে কদম ফুটেছে গাইছে তরুণীরা গান আহা কি সুন্দর এই প্রকৃতি আমাদের সুন্দর বর্ষাকাল। নীল নীল আকাশের নিচে বলাকারা যায় ঐ উড়ে রাখাল বাজায় বাঁশি মুখে তার ফুটে হাসি মাঠ ভরা ধান।
এ না গাঙ্গে ঢেউয়ের বেলা আকাশে করে মেঘের খেলা চাষী করে চাষ। কৃষাণীরা আসে দল বেঁধে তাদের প্রিয় মানুষটার কাছে মাথায় বয়ে কিছু খাবার নিয়ে। আহা কি সুন্দর দৃশ্য আমাদের এই বাংলায়।