
তোতা মিয়া : পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের নালাগঞ্জ, জিন্নাত পাড়া, সাহেব বাজার , সহ প্রয় পান চাষীদের সাফল্যতাই যেন মুখে হাসি, পঞ্চগড় শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে হাড়িভাসা ইউনিয়ন এই হাঁডিভাসা ইউনিয়নের প্রায় ১০ টি গ্ৰামে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির পান। এই পান চাষ করে সফলতা অর্জন করেছেন হাড়িভাষা ইউনিয়নের অনেক পান চাষী। এই পান বরজে জেমন পরিশ্রম তেমনি আসে সফলতা,এসব পান বরজে বিভিন্ন প্রজাতির পান চাষ হয়ে থাকে, যেমন গয়াসুর পান, লাল ডেঙ্গি পান, জল ডুক পান। এক এক টি পানের এক এক রকম স্বাদ, তেমনি দামও ভিন্ন ভিন্ন। এসব পান বরজে কাজ করে সংসারে জীবিকা অর্জন করছে এলাকার নিম্ন আয়ের অনেক নারী পুরুষ শ্রমিক।
পান বরজ এর মালিক শাহাদাত হোসেন জানান প্রকৃতির ওয়েদার ভালো থাকলে প্রতিবছর খরচ বাদ দিয়ে বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা আয় করা সম্ভব এই পান বরজ থেকে। তবে পান চাষী শাহাদাত হোসেন জানান পঞ্চগড় কৃষ অফিসের সহযোগিতা পেলে পান চাষীরা আরো আগেই অনেক বেশি সফলতা অর্জন করে পান চাষে লাভবান হতে পারতো। তারা পান চাষে কৃষি অফিসের সহযোগিতা কামনা করছেন।