
তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড়ে মৌসমী লোভনীয় রসালো ফল লিচুর দাম একটু চড়া হলেও বর্তমানে বিক্রির কমতি নেই বলে জানালেন লিচু বিক্রেতারা। পঞ্চগড় কদমতলা ফল বাজারে লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড়, এই সুযোগে পঞ্চগড়ে স্থানীয় বাগানের লিচু ব্যাপারীরা ইচ্ছা মত কষে নিচ্ছেন দাম। তবে তারা জানান দিনাজপুর জেলা থেকে লিচু আমদানি শুরু হলে পঞ্চগড়ে দেশি লিচু তখন আর বাজারে খবে না। তাই যত তাড়াতাড়ি বিক্রি করা যায় ততই ভালো। বর্তমান বাজারে ১০০টি লিচুর থোকা বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। যা সাধারন খেটে খাওয়া মানুষের পক্ষে কেনা সম্ভব না। লিচু বিক্রেতা আকবর আলী, জানান গত বছরের তুলনায় এবছর লিচু বাগান কিনতে হয়েছে দিগুন দাম, দিয়ে তাই এবার লিচুর দাম বাজারে একটু চড়া। বাইরের জেলার লিচু আসা শুরু করলে তখন হয়তো লিচুর দাম একটু কমতে পারে।
এদিকে কদমতলা বাজারে লিচু কিনতে আসা রৌশনা বেগম এর সাথে কথা হলে তিনি জানান, বাচ্চাদের জন্য লিচু কিনতে এসেছিলাম এত দাম দিয়ে লিচু কেনা সম্ভব না তাই চলে যাচ্ছি দাম কমলে কিনব।