
তোতা মিয়া পঞ্চগড় : পঞ্চগড় তেতুলিয়া উপজেলার কাজী শাহাবদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে, পঞ্চগড় সদর উপজেলা, তেতুলিয়া উপজেলা ও আটোয়ারী উপজেলার সমন্বয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে তিন উপজেলার ত্যাগী নেতারা মহাসমাবেশ এর আয়োজন করেছেন। আজ ২৫ শে ফেব্রুয়ারি শনিবার ভোর রাত থেকে এই আয়োজন করেন। আয়োজনের মূল ধারাবাহিকতায় পঞ্চগড়ের ত্যাগী নেতা ও আওয়ামী লীগের দুঃসময়ের সফল নেতা কর্মীরা বলেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন এর ধারা অব্যাহত ও শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষকে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নেতারা বক্তব্য রাখেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলার মানুষ কখনোই স্বাধীনতা পেত না, পূর্ব পাকিস্তানের দোসররা এখনো ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এর ধারা ধুলিরস্বাদ করতে চায় আমরা কখনো তা হতে দেব না, আমাদের সবাইকে মিলে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এবং আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীকে সদিচ্ছায় কাজ করতে হবে। তাহলেই আমরা প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে পারবো। পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মজাহারুল হক প্রধান। সভায় সব চাইতে মূল্যবান বক্তব্য রাখেন, পঞ্চগড় পৌর মাতা মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, তিনি বলেন আজকে এই মিলন মেলার মহাসম্মেলনে কোনো হাইব্রিড নেতা নেই সবাই বিচ্চি নেতা ও ত্যাগী নেতার সমাবেশ দেখতে পাচ্ছি। এ সময় আরো মূল্যবান বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান, গণমানুষের নেতা জনাব মোঃ আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান শেখ মিলন। উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবু তাবুর রহমান। তেতুলিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াসিন আলী মন্ডল। উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল ডাবলু। উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক ইমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাটিতে জনসাধারণের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজদের আয়োজন করা হয়েছে।