নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় টানা ৩ ঘণ্টা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। রাতে দাবি পূরণের আশ্বাস না পেলে গণভবন অভিমুখে যাত্রা করবে তারা।শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে এ ঘোষণা দেন আন্দোলনকারী উর্মি সিদ্দিকা। তিনি বলেন, প্রশাসন থেকে আমাদের কাছে সময় নেওয়া হয়েছে। এরইমধ্যে এ কয়েক ঘণ্টা পার হয়ে গেছে।
রাত সাড়ে ৮টার মধ্যে যদি গণভবনের কারও সঙ্গে আমাদের যোগাযোগ না করিয়ে দেওয়া হয় তাহলে আমরা গণভবন অভিমুখে যাত্রা শুরু করবো।সরেজমিন নীলক্ষেত মোড়ে দেখা যায়, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছে। সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। পাশের সড়কে যানজট দেখা গেছে। বধ্য হয়ে অনেকেই পাঁয়ে হেটে গন্তব্যে যাচ্ছেন।