Subscribe our Channel

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা

 তোতা মিয়া বিভাগীয় ব্যুরো প্রধান রংপুর: বসন্তের আগাম বার্তা শীতের শেষে বসন্ত আসে গাছে গাছে নতুন কুড়ির সমারোহ, মন বলে দেয় এই বুঝি এলো বসন্ত, গাছে গাছে পাখির কোলাহল জাগিয়ে দেয় মনে শিহরণ। নববধূ ঘোমটা মাথায় নায়ওর যেতে চায় বাবার বাড়ি। দুষ্ট স্বামী নববধূর আচল ধরে করেছে টানাটানি নববধূর বায়না  যেতেই হবে বাপের বাড়ি। তবুও যেতে দিতে হয় এ তো আমাদের প্রবাদের নিয়ম তবুও  বসন্ত তোমাকে জানাই সালাম।

এবারের শীত মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা ছিল গত দুই দিন। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। শীত আরও কিছু দিন থাকলেও এটাই এই মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। এদিকে চলতি মাসের শেষে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের কথা জানানো হয়েছে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে। এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও আগাম ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুটা শীতকাল হলেও শেষটুকু বসন্তে গিয়ে পড়ে। আর মার্চ মাস থেকেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যায়। এ কারণে এই মাসের শেষদিকে আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছি।এই সপ্তাহের পর দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। বাড়তে শুরু করবে তাপমাত্রা।

এদিকে গত দুই দিনের তুলনায় শুক্রবারে তাপমাত্রা বেশ কিছুটা বাড়েছিল। এখনও অনেক এলাকায় বইছে শৈত্যপ্রবাহ। আজ  তাপমাত্রা আরও বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মাসের শেষ দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টি এবং বজ্র চমকানোসহ ঝড় হতে পারে। মাসের প্রথম দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।একই সময়ে নদী অববাহিকাসহ অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *