Subscribe our Channel

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো ৬টি পরিবারের বসতবাড়ি

জেলা প্রতিনিধি(রাঙ্গামাটি) : রাঙ্গামাটির রিজার্ভমূখ এলাকার গঙ্গা মন্দিরের পাশে ৬টি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ১০টার দিকে মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। যার কারণে কোনো কিছু ছাড়াই পরিবারগুলোর সদস্যরা কোন রকমে বের হয়ে আসে ঘর থেকে।স্থানীয়রা আরও জানান, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলো হচ্ছে-দেবু দাশ, শিবু দাশ, জুয়েল দাশ, সঞ্চয় দাশ,সুদীপ দাশ, মাধপ চৌধুরীর পরিবার।রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক দিদারুল আলম জানান, আগুনে ছয়টি পরিবারের সবকিছু পুড়ে গেছে।

আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারগুলোর জন্য রাতে খাবার ও রাত্রি যাপনের জন্য তিনটি করে কম্বল এবং প্রতি পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *