Subscribe our Channel

চলে গেলেন হলিউড অভিনেতা টম সাইজমোর

বিনোদন ডেক্স : হলিউডের শক্তিমান অভিনেতা টম সাইজমোর লস অ্যাঞ্জেলসে বারব্যাঙ্কের সেন্ট জোসেফ হাসপাতালে ৩ মার্চ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।এই অভিনেতার ম্যানেজার লাগো বলেছেন, গত দুই সপ্তাহ আগে তিনি বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসাও চলছিল।গত শুক্রবার টম সাইজমোরের শারীরিক অবস্থার ব্যাপকভাবে অবনতি হলে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মূলত এই অভিনেতা ব্রেইন অ্যানিউরিজম রোগে আক্রান্ত ছিলেন। এই অভিনেতার মৃত্যুকালে তার ভাই এবং তার যমজ ছেলেরা হাসপাতালে তার বিছানার পাশে ছিলেন।উল্লেখ্য, টম সাইজমোর ১৯৯৮ সালে আমেরিকান জনপ্রিয় মুভি ‘সেভিং প্রাইভেট রায়ান’-এ টম হ্যাঙ্কসের সঙ্গে মাইক হরভাথের ভূমিকায় অভিনয় করার জন্য রাতারাতি পরিচিতি লাভ করেন।সাইমোর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে অনেকবার আইনি সমস্যায় পড়তে হয়েছে। শুধু তাই নয়, মাদক সেবন অবস্থায় গাড়ি চালানোর দায়ে বেশ কয়েকবার এই অভিনেতা আটক হয়ে জেলে যান এবং মেথামফেটামিন, হেরোইনের মতো মাদক সেবন করে তিনি মাদক নিরাময় কেন্দ্রেও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *