
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গরীব, অসহায় ও দুস্থ রোগীদের বিনা খরচে চোখের ছানি অপারেশন ও সেবা প্রদানের জন্য ১ দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি এ ক্যাম্পের আয়োজন করে। পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, গাজীপুর কৃষি গবেষণা ইনষ্টিটিউট এর অবসপ্রাপ্ত মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মমতাজুল হক ।