
আরডিজেএ’র সাবেক সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপুর বাবার মৃত্যুতে শোক
বার্তা প্রেরক, মাসউদ বিন আব্দুর রাজ্জাক দফতর সম্পাদক রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও গাজী টিভির বিশেষ প্রতিনিধি গাউসুল আজম বিপুর বাবা মো. শেখ সাদী মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো. শেখ সাদী স্থানীয় নাকাই হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার (৭ জানুয়ারি) বাদ জোহর নাকাই হাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ সাদী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ) ঢাকা। সংগঠনের সভাপতি তোফাজল হেসেন ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ এ শোক জানান। একইসঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।