
মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি : ক্ষমতাসীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। প্রশাসনের সর্বোচ্চ পদে দায়িত্ব পাওয়ার পর মাত্র ১৯ দিনের মাথায় অবসরে যাওয়া এ আমলাকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য করা হচ্ছে বলেও জানা গেছে। কবির বিন আনোয়ার গত বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তাকে নিয়ে দলের নির্বাচনী অফিসে নিয়ে যান।
সেখানে প্রবেশের পর সেলিম মাহমুদ ও বিপ্লব বড়ুয়া তাকে আবারও ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় কবির বিন আনোয়ার প্রধানমন্ত্রীর প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের চেয়ারে বসেন। সেখানে বেশ কিছু সময় এ তিনজনের মধ্যে আলোচনা হয়। কবির বিন আনোয়ার দলীয় কার্যালয়ে আসার আগে বৃহস্পতিবার বিকেল থেকেই দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফুল নিয়ে অপেক্ষা করছিলেন তার এলাকা সিরাজগঞ্জের বেশ কিছু নেতাকর্মী। কবির বিন আনোয়ারের বাবা ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকা এইচ টি ইমামের কক্ষটিও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সেখানে নতুন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়। কক্ষটিতে বসে এইচ টি ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। তার কক্ষে বসেই কবির বিন আনোয়ারও একই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এইচ টি ইমামের চেয়ারে বসার পর কবির বিন আনোয়ার দলের নির্বাচনী কার্যক্রম ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন বলেও গুঞ্জন শোনা যায়। প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ২০২১ সালের ৪ মার্চ মারা যান। এরপর এ পদে আর কাউকে নেওয়া হয়নি। প্রয়াত এইচ টি ইমাম ও কবির বিন আনোয়ার দুজনই সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং সিরাজগঞ্জের সন্তান। এ কারণে এইচ টি ইমাম যেসব দায়িত্ব পালন করেছেন, কবির বিন আনোয়ার সে দায়িত্ব পাচ্ছেন বলে অনেকের ধারণা। কবির বিন আনোয়ার গত ৩ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যান। সিরাজগঞ্জে উচ্ছ্বাস কবির বিন আনোয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন—এমন খবরে সিরাজগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শামস-ই-এলাহী অনু বলেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান কবির বিন আনোয়ার। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, কবির বিন আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ মানুষ আওয়ামী লীগের জন্য বিশেষ প্রয়োজন ছিল। সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর সিরাজগঞ্জে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল কবির বিন আনোয়ারের মাধ্যমে সিরাজগঞ্জবাসী তাদের রাজনৈতিক অভিভাবককে ফিরে পাবে বলে আশা করছি। জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুজ্জামান আলো বলেন, আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত। কবির বিন আনোয়ার ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি আরও বলেন, আমরা আনুষ্ঠানিক ঘোষণা পাইনি। কিন্তু দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের পদ শূন্য ছিল। সেখানে তাকে বসানো হয়েছে। তার এই পদায়ন আওয়ামী পরিবারের জন্য সুখবর। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বলেন, কবির আনোয়ার একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি আওয়ামী লীগের রাজনীতি করবেন—এটাই স্বাভাবিক।