Subscribe our Channel

সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে আহত সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মারুফ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার অগ্নিদগ্ধে আহত সাবেক ব্যাংক কর্মকর্তা বৃদ্ধ আব্দুর রশিদ সরকার (৬৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই পৌর এলাকার বারোয়ারী বটতলা মহল্লার বাসিন্দা।তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার বিকেলে ওই সাবেক কর্মকর্তা শীত নিবারণের জন্য বাসায় গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অজান্তে তার পরনের চাদর ও পাঞ্জাবিতে আগুন লেগে শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যায়।

তাৎক্ষনিক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। বৃহস্প্রতিবার বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন্য করা হয়েছে। তার জানাযায় বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *