Subscribe our Channel

হাটহাজারীতে জাতীয় গ্রিডের উপকেন্দ্রে আগুন

ছবি:বাংলার চোখ

আজিজুল ইসলাম, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর গ্রিড উপ কেন্দ্রের ২৩০/১২/৩৩ কেভির সিটি’তে (কারেন্ট ট্রান্সফরমার) অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ঘটনার পর থেকে বন্দর নগরী চট্টগ্রাম, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এবং কক্সবাজার জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ১১ মাইল এলাকার গ্রিড উপ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন উক্ত গ্রিড উপকেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী তারেকুল ইসলাম। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে বড় দুর্ঘটনা থেকে রেহায় পেল জাতীয় গ্রিড উপ কেন্দ্রটি-এমনটা জানান হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান।  জানা গেছে, বিকেলে হঠাৎ একটি বিকট শব্দ হয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর গ্রিড উপ কেন্দ্রের ২৩০/১২/৩৩ কেভির সিটি’তে (কারেন্ট ট্রান্সফরমার) অগ্নিকা-ের সূত্রপাত হয়। অগ্নিকা-ের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান।  এর আগেই জাতীয় গ্রিড উপ কেন্দ্রের ২৩০/১২/৩৩ কেভির সিটি সিটি (কারেন্ট ট্রান্সফরমার) সম্পূর্ণ পুড়ে গেলেও এ ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়েছে গ্রিড কর্তৃপক্ষ।

এতে বন্দর নগরীর চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ চট্টগ্রাম জেলা, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এবং কক্সবাজার জেলায় প্রায় আধা ঘন্টার মত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পুড়ে যাওয়া সিটি’র (কারেন্ট ট্রান্সফরমার) বাজার মূল্য ১৪-১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করলেও প্রকৃত কারণ নিরূপন করা তাৎক্ষনিকভাবে সম্ভব হয়নি।  ঘটনার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরণের অনাকাঙ্খিত বৈদ্যুতিক গোলোযোগ হয়ে থাকে। এরকমের গোলযোগ থেকে হাটহাাজরীতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর গ্রিড উপ কেন্দ্রের ২৩০/১২/৩৩ কেভির সিটি’তে (কারেন্ট ট্রান্সফরমার) শর্ট সার্কিট থেকে অগ্নিকা- হতে পারে। তবে তেমন কোন বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার পর বন্দর নগরী চট্টগ্রাম, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এবং কক্সবাজার জেলায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।

সূত্র:  বাংলার চোখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *