Subscribe our Channel

একুশে পদক পাচ্ছেন ঢাবির উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২০২৪ সালের একুশে পদক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি মন্ত্রণালয়। এবার ২১ বিভাগে ২১ বিশিষ্টজন এবার এই পুরস্কার পাচ্ছেন। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননার জন্যে মনোনীত হয়ছেন ড. সামাদ।এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, একটু আগে এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রের দ্বিতীয় এই সর্বোচ্চ সম্মাননা পেয়ে খুবই ভালো লাগছে।ড. মুহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে আসার আগে তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন। ২০০৯ সালে সমাজকর্ম শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ওয়াশিংটনস্থ সিএসডব্লিউই পরিচালিত ‘ক্যাথেরিন ক্যান্ডাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এডুকেশন’ এর ফেলো হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মের উচ্চশিক্ষার ওপর তুলনামূলক গবেষণা করেন।কবি সামাদের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘আমার দু’চোখ জলে ভরে যায়’, ‘আজ শরতের আকাশে পূর্ণিমা’, ‘চলো’, ‘তুমুল বৃষ্টিতে ভিজি’, ‘পোড়াবে চন্দন কাঠ’, ‘আমি নই ইন্দ্রজিৎ মেঘের আড়ালে’, ‘একজন রাজনৈতিক নেতার মেনিফেস্টো’, ‘প্রেমের কবিতা’, ‘কবিতা সংগ্রহ’ প্রভৃতি রয়েছে।

কাব্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এর আগে তিনি বাংলা একাডে‌মি সা‌হিত্য পুরস্কার ২০২০, সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভূজ সাহিত্য পুরস্কার এবং কবি বিষ্ণু দে পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *