Subscribe our Channel

ডিএনএ টেস্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ শনাক্ত

নীলফামারী  জেলা প্রতিনিধি :বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনার ৪১ দিন পর ডিএনএ টেস্টে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ শনাক্ত হয়েছে। তার নাম আবু তালহার (২৪)। তিনি নীলফামারী সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) শিক্ষার্থী।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচিত শনাক্ত করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের আব্দুল হকের ছেলে।

তালহার বাবা আব্দুল হক জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় আবু তালহার মরদেহ বহনকারী গাড়িটা গ্রামের বাড়িতে পৌঁছে।ঢাকা কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে পোড়া চারটি মরদেহের চেহারা দেখে শনাক্ত করার উপায় ছিল না। আদালতের আদেশে দাবিকৃত স্বজনদের ও মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ল্যাবে ক্রস ম্যাচিং করা হয়। তারপর মরদেহগুলো শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এর আগে গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ঢাকার কমলাপুরে ঢোকার আগে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একই পরিবারের তিনজনসহ চারজন পুড়ে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *