Subscribe our Channel

পঞ্চগড়ে পুলিশ নারীকল্যাণ সমিতির শীত বস্ত্র বিতরণ

মুহম্মদ তরিকুলইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

পঞ্চগড়ে পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করাহয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলেপঞ্চগড়পুলিশলাইন্সড্রীল শেডেপ্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম। পুলিশ নারীকল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা শাখার সভানেত্রী মনিরাইয়াসমিন আঁখির সভাপতিত্বে  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অর্থ) এসএমশফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম এন্ড অ্যাপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশসুপার (সদরসার্কেল) মোঃরাকিবুল ইসলাম, জেলা  পুনাক সদস্য বৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদ  মর্যাদার পুলিশ সদস্য গণ। মনিরা ইয়াসমিন আঁখি সভাপতির  বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পঞ্চগড় এর এই সহায়তা সহ বিভিন্ন কল্যাণমুলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে  প্রধানঅতিথি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ শীতে শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *