
নিজস্ব প্রতিবেদক ( রংপুর) : তীব্র তাপদাহে রংপুরের সর্বসাধারণের জন্য সুপেয় পানি, ছাতা, ক্যাপ ও স্যালাইনসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. কাইফ ইসলাম।
এ সময় ১০০০ পিস পানির বোতল, ১০০ জনকে ছাতা, ১০০ জনকে ক্যাপ ও ১০০০ জনকে সুপেয় পানি বিতরণ করা হয়।রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় অন্যদের মধ্যে রংপুর জেলা যুবলীগের সহসভাপতি নওশাত আলম রাজু, সহসভাপতি আনোয়ার জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিনুর ইসলাম গাজী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।