
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা প্রায় দুই শত গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূলে খাতা-কলম,উপবৃত্তি প্রদান ও নব নিয়োগ প্রাপ্ত সরকারি শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাণীশংকৈল গোগর হাটখোলা এনামুলের মিল চাতালে রাণীশংকৈল বাকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোহেল রানার নিজ অর্থে প্রায় দুই শত শিক্ষার্থীদের খাতা, কলম, উপবৃত্তি প্রদান, ভলিবল টুর্নামেন্ট বিজয়ী সম্বর্ধনা ও নব নিয়োগ প্রাপ্ত সরকারি শিক্ষকদের বরন অনুষ্ঠান হয়।
এসময় রানীশংকৈল বাকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উদ্যোক্তা সোহেল রানা, নরগাও প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক কুশমত আলী, পীরগঞ্জ প্রেসক্লাব যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, নব নিয়োগ প্রাপ্ত শিক্ষক মিলটন, শিক্ষার্থী রতন রায় সহ আরো অনেকে বক্তব্য রাখেন। উলখ, শিক্ষক সোহেল নিজ অর্থে দীর্ঘ ধরে বিনামূলে খাতা-কলম বিতরণ হস সমাজসেবা উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন।